SAKIB'S CLOCK(((S + P))))

মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১১

প্রথম বাণিজ্যিক নভোযান বন্দর

…….. মেক্সিকোর মরুভুমির ওপর নির্মিতব্য স্পেসপোর্ট আমেরিকাই হতে যাচ্ছে প্রথম বানিজ্যিক নভোযান বন্দর । নভোযান পরিচালনাকারী সংস্থা ভার্জিন গ্যালাকটিকসের যানগুলোর জন্য এক হাজার ৮০০ একর আয়তনের এ বন্দর নির্মিত হচ্ছে। বন্দরে দুই মাইল দীর্ঘ একটি রানওয়ে থাকছে। পাশাপাশি থাকছে সুপরিসর সিকিউরিটি অফিস। ২০১৩ সাল থেকে ভার্জিন গ্যালাকটিকসের বিমান ওই বন্দরটি ব্যবহার শুরু করবে। এ কাজের তত্ত্বাবধানে থাকা নিউ মেক্সিকো স্পেসপোর্ট অথরিটির নতুন পরিচালক হিসেবে সম্প্রতি দায়িত্ব পেয়েছেন ক্রিস্টিন অ্যান্ডারসন। তিনি এ প্রকল্প নিয়ে বেশ উচ্ছ্বসিত। তাঁর মতে, এটি প্রযুক্তিগত উৎকর্ষের পাশাপাশি তাঁদের প্রাগ্রসর ক্ষমতা, দক্ষতা অর্জনের নিদর্শন। তবে দায়িত্ব পাওয়ার পরপরই এ প্রকল্প নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছেন তিনি। এ প্রকল্পের প্রাথমিক বাজেট অর্ধেকের বেশি কমিয়ে এনেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবুও আশাবাদী পরিচালক ক্রিস্টিন। তিনি জানিয়েছেন, এরই মধ্যে বন্দরটির পরীক্ষামূলক ব্যবহার কিছু কিছু করে শুরু হয়েছে। তাঁর দৃঢ় বিশ্বাস, ২০১৩ সালেই সফলভাবে কার্যশীল হবে স্পেসপোর্ট আমেরিকা।