চলনবিলের নন্দকুজা নদীতে সোমবার জেলেদের জালে আটকা পড়েছে বিরল প্রজাতীর মাছ । গুরুদাসপুর উপজেলার মৎস্যজীবী শাহ্ মাহমুদ (৪৫) নদীতে জাল ফেললে তার জালে বিরল প্রজাতির এবং অদ্ভুত আকারের একটি মাছ ধরা পরে। চ্যাপটা আকৃতির মাছটি লম্বায় ৫ ইঞ্চি ও চওড়ায় আড়াই ইঞ্চি । মাছের উপরের অংশ কালছে রংয়ের ও নিচের অংশ সাদা। এই অদ্ভুত আকৃতির কোন মাছ এলাকার কোন নদী বা জলাশয়ে ইতিপূর্বে দেখা যায়নি। অনেকে মাছটি দেখতে ভিড় জমায়। পরে মাছটি কাচেঁর পাত্রে নিয়ে উপজেলা মৎস্য অফিসে জমা দেয়া হয়।
গুরুদাসপুর উপজেলা মৎস্য অফিসার জিল্লুর রহমান জানান, এই জাতীয় প্রানী তিনি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় ল্যাবে দেখেছেন। মাছটির বসবাস গভীর সমুদ্রের তল দেশে এবং কুকুরের জ্বিহ্বার মত সাদৃশ বলে এর বাংলা নাম কুকুরের জ্বিভ। যার বৈজ্ঞানিক নাম সাইনোগে¬াসাস ব্যাঙ্গোলেনসিস এবং সাধারন নাম ফ্লাট ফিস। গুরুদাসপুর মৎস্য অফিসে কোন এ্যাকুরিয়াম না থাকায় মাছটি সংরক্ষনের জন্য পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলা মৎস্য অফিসে পাঠানো হয়।